Ticker

6/recent/ticker-posts

What is Facebook Business Manager? what is facebook business manager account

 

Facebook business manager support

Part: 01

What is Facebook Business Manager? what is facebook business manager account

ফেসবুক হচ্ছে সোস্যাল মিডিয়ার প্লাটফর্ম। বিশাল একটি জগত। এ প্লাটফর্মে ছোট থেকে বৃদ্ব পর্যন্ত আসেন। কেউ প্র্রয়োজনে আসেন আর কেউ অপ্রয়োজনে।যারা ফ্রিলান্সিং করেন,তারা আসেন কাজের তাাগিদে, তবে তারা ফেসবুক বিজনেস ম্যানাজারেই আসেন বেশতর।

facebook business manager


What is Facebook Business Manager?

বিজনেস ম্যানাজার হচ্ছে ফেসবুক এর একটি সাইট।যেটাকে ফেসবুক এর সিসি ক্যামেরা বলেতে পারেন,অর্থাৎ এখান থেকে ফেসবুকর বিভিন্ন কাজ করতে পারেন সহজেই।যেমন ফেসবুক পেইজকে কন্ট্রোল করা,আইডি টিক করা ইত্যাদি।তবে ফেসবুকেএড দেওয়া ও তা পরিচালনা করার জন্য ফেসবুব বিজনেস ম্যানাজার আবশ্যকীয়।যার সংক্ষিপ্ত নাম BM


Business Manager 

BM একাউন্ট দুই ধরনের।Personal account & Professional account

Professional account একাউন্ট থেকে প্রতিদিন ২৫০ এড দেওয়া যায়।আর Personal account থেকে দৈনিক ২৫টি এড দেওয়া যায়। তাই Personal একাউন্ট ভিরিফাই করে Professional account তৈরি করতে হয়।

✍️ পেইজ রেজিস্ট্রেশন করা জন্য পেইজের বয়স সর্বনিম্ন ৯০ হওয়া জরুরি।

তবে এর আগে বিজনেস একাউন্ট ভেরিফাই করতে হবে।

✍️ Business account ভিরিফাই এর জন্য

তিনটি  ডোকুমেনট আপলোড জরুরি।

  1. Certificate of incorporation or formation

  2. Company business Licence

  3. Tax or VAT registration certificate

এই তিনটি ডোকুমেনট PDF ফাইল করে দেওয়া ভালো।


চলবে.....


Post a Comment

0 Comments