বায়তুল্লাহ বা কাবা শরিফের ইতিহাস:
প্রথমে এ পৃথিবীতে শুধু পানি আর পানি। আল্লাহ তায়ালার হুকুমে পানিতে ফেনা সৃষ্টি হয় আর তা জমে জমে এক জায়গায় মাটি উৎপত্তি হয়।আর জায়গায় মাঠির স্তুপ হয় আর সেখান থেকেই সারা বিশ্বে মাঠি ছড়িয়ে পড়ে। যেখানে সর্বপ্রথম মাটির সৃস্টি হযেছে সেটা ছিলো মক্কা। ঠিক বর্তমানে বায়তুল্লাহ যেখানে আছে,সেখানেই মাঠির প্রথম উৎপত্তি।
এক নজরে কাবা শরিফ নির্মাণকারীগণঃ
কাবা শরীফ সংস্কারের ইতিহাস
(১) প্রথম মাটিতে আল্লাহ তায়ালা প্রথম ঘর কাবা শরিফ নির্মাণ করেন।
(২) পরবর্তীতে ফেরেস্তারা বায়তুল্লাহ মেরামত করেন।
(৩) হযরত আদম আঃ দুনিয়ায় এসে কাবা শরিফকে মেরামত করেন।
(৪) হযরত আদম আঃ এরে পর হযরত শীষ আঃ বায়তুল্লাহ মেরামত করেন।
হযরত নূহ আঃ যামানায় বন্যার কারণে কাবা শরিফ চতুর্থ আসমানে উঠিয়ে নেওয়া হয়।নূহ নবীর পর হযরত হুদ আঃ তাওয়াফ করতে গিয়ে কাবা শরিফ না পেয়ে অনুমান করে তাওয়াফ করে নেন। হযরত হুদ আঃ এর পর হযরত সালেহ আঃ এরও একই অবস্থা হয়। এককথায়, হযরত নূহ নবীর পর ও হযরত ইব্রাহিম আঃ এর আগে দুজন নবী আসেন,তারা কেউ ই কাবা মেরামত করেননি।
(৫) হযরত ইব্রাহিম আঃ ও ইসামাইল আঃ ।
হযরত ইব্রাহিম ছিলেন মিস্ত্রির মতো আর ছেলে ইসমাইল আঃ যুগালীর মতো। পিতা ও পুত্র মিলে কাবা শরিফ মেরামত করেন।
(৬) আমালিকা সম্প্রদায়।
(৭) জুরহুম সম্প্রদায়।
(৮) কুসাই ইবনে কিলাব
(৯) কুরাইশ গোত্র।
(১০) আব্দুল্লাহ ইবনে জুবাইর (রাঃ)
(১১) হাজ্জাজ ইবনে ইউসুফ আস-সাকাফি
(১২) উসমানী খলিফা মুরাদ খান
তত্ত্রসূত্র: আওয়ার ইসালাম কালের কণ্ঠ
কাবা শরীফের ইতিহাস বাংলা
কাবা শরিফ কে নির্মাণ করেন
কাবা শরীফের সর্বশেষ নির্মাতা কে
কাবা শরীফের ইতিহাস বই pdf
কাবা শরীফের দৈর্ঘ্য প্রস্থ কত
কাবা শরীফের গোপন রহস্য
কাবা ঘরের ভিতরে কি আছে
কাবা শরীফ সংস্কারের ইতিহাস
সর্বপ্রথম কাবা ঘর তাওয়াফ করেন কে
কাবা ঘর কিসের তৈরি
কাবা শরীফের ইতিহাস বাংলা
কাবা শরীফের ভিতরে কি আছে
কাবা শরীফ কতবার নির্মিত হয়
কাবা শরীফের দৈর্ঘ্য প্রস্থ কত
কাবা শরীফ সংস্কারের ইতিহাস
Why did Allah create Kaaba?
How many years old is Kaaba?
What is inside Kaaba?
ইতিহাসে কাবার গুরুত্ব কেন?
Who built the Kaaba
Scientific facts about Kaaba
Kaaba inside
What is the Kaaba in Islam
How old is the Kaaba
Kaaba without cover
0 Comments