Ticker

6/recent/ticker-posts

10 muharram history,কারবালা VS ১০ মুহাররামের ইতিহাস

 ১০ মহররম কত তারিখ। When was Muharram in 2024?  

10 muharram 2024: আগামী ১৭ জুলাই রোজ বুধবার ১০ মহররম ২০২৪

আরবি হিজরী সনের প্রথম মাসের নাম মুহাররম।

রমাদানের পরে আল্লাহ তায়ালা চারটি মাসকে সম্মানিত করেছেন,তন্মদ্ধে মুহাররম মাস অন্যতম।

আল্লাহ তায়ালা বলেন-

إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ .. الآية (36) سورة التوبة

অর্থাৎ- নিঃসন্দেহে, আল্লাহর কাছে মাসের গননা বারো মাস আল্লাহর কিতাবে,(সে দিন খেকে) যে দিন আল্লাহ তায়ালা আকাশ-পাতাল সৃষ্টি করেছেন।এর মধ্যে চারটি সম্মিানিত।(সূরা তাওবা,আয়াত ৩৬)


আশহুরুল হুরুম বা সম্মানিত চার মাসের নাম এখানে বলা হয়নি। তবে হাদিস শরিফে নবিজী ﷺ  বলেন-  

وعَنْ أَبِي بَكْرَةَ – رضي الله عنه – عَنْ النَّبِيِّ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – قَالَ: ((إِنَّ الزَّمَانَ قَدْ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ اللَّهُ السَّمَوَاتِ وَالْأَرْضَ السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْراً، مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ثَلَاثٌ مُتَوَالِيَاتٌ: ذُو الْقَعْدَةِ، وَذُو الْحِجَّةِ، وَالْمُحَرَّمُ، وَرَجَبُ مُضَرَ الَّذِي بَيْنَ جُمَادَى وَشَعْبَانَ))

       

অর্থাৎ, নবিজী ﷺ  বলেন-আসমান জমিন সৃষ্টির দিন থেকে সময় আবর্তিত।বারো মাসে এক বছর।চারটি সম্মানিত।ধারাবিক তিনটি- জ্বিলকাদ,জিলহাজ্ব,মুহররমরন ও জুমাদা ও শাবানের মধ্যবর্তী রজবে মুযার।(সহিহ বুখারী,হাদিস নং: ৩১৯৭)


১০ই মহররমের ইতিহাস- 10 muharram history

মহরম আসলে কি ? ১০ই মহররমের ইতিহাস বা আশুরার দিনের ঘটনা নিয়ে

 আমাদের সমাজে অনেকে ১০ মহররম এর সঠিক ইতিহাস বিকৃতি করছেন।আমাদের অনেকে মনে করে থাকেন, আশুরা (10 muharram) মানেই কারবালা বা হযরত হুসাইন রা. এর শাহাদতের ঘটনা। অতচ বিষয়টি এমন নয়।


ইমাম বুখারি রাহ. আশুরা সম্পর্কে হাদিস বর্ণনা করেন

عن ابن عباس أنه قال "قدم النبي المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء فقال: ما هذا؟ قالوا: هذا يوم صالح، هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم فصامه موسى، قال: فأنا أحق بموسى منكم، فصامه وأمر بصيامه".

অর্থাৎ- আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, নবিজী ﷺ মাদিনায় হিজরত করে আশুরার দিন ইহুদীদের রোজা রাখতে দেখে বললেন,এটা কি? ( আশুরার দিন রোজা রাখার কারণ কি ) ইহুদিরা উত্তর দিলো- এটা এক শুভদিন।এটা এমন একটি দিন,যাতে আল্লাহ তা’য়ালা বনী ইসরাইলকে তাদের শুত্র থেকে মুক্ত করেছেন,তাই মূসা (আ.) এ দিনে (শুকরিয়া সুরুপ ) রোজ রেখেছেন। নবিজী ﷺ জবাবে বলেন,তাহলে তো আমি তোমাদের চেয়ে মূসা (আ.) কে (ভালোবাসার) বেশি উপযুক্ত। নবিজী ﷺ এ দিনে নিজে রোজা রাখেন ও রোজা রাখার নির্দেশও দেন। (সহিহ বুখারি,হাদিস নং:২০০৪)


উপরোল্লিখিত আশুরা সম্পর্কে হাদিস থেকে সুস্পষ্ট বোধগম্য যে,পবিত্র আশুরার ইতিহাস কারবালার ঘটনার অনেক পূর্বে ঘটেছে। কেননা কারবালার যুদ্ধে হুসাইন রা এর শাহাদাত ৬৮০ সালের ১০ই অক্টোবর (১০ মুহাররম ৬১ হিজরি) সংঘটিত হয়।


সম্পর্কতি সার্চ:

muharram 2024

importance of 10th muharram in islam

10 muharram 2024

what is muharram in islam

10 muharram on friday in which year

muharram festival

muharram calenda

why muharram is celebrated

10 muharram history in urdu

আশুরার দিনের ঘটনা

মহরম আসলে কি

১০ মহররম ২০২৩



Post a Comment

0 Comments