আহলান সাহলান, পবিত্র মাহে রমজান
Ramadan 2023 | ২০২৩ সালের প্রথম রোজা কত তারিখে | মাহে রমজানের বার্তা
রমজান মোবারক । হিজরী বৎসরের নবম মাসের নাম রমজান বা Ramadan । মুসলিম জাতির আমলের বসন্তকালহলো রমজান মাস।প্রতি বছর পবিত্র মাহে রমজান মুসলিম জাতির জন্য রাহমাত, বারাকাত ও নাজাতের সু সংবাদ নিয়ে আসে।রহমতের এ মাসে একটি ফরজ আদায় করলে ৭০টি ইবাদতের সাওয়াব আমলনামায় লেখা হয়, আর একটি নফল আদায় করলে এক ফরজ আদায়ের সমপরিমান সাওয়াব দেওয়া হয়।
রমজানের রোজা কখন ফরজ হয়:
২য় হিজরীতে শাবান মাসে রমজানের রোজা ফরজ হয় ।
ধাপে ধাপে রোজা যেভাবে এলো:
ইসলামের প্রথম দিকে বিশ্ব নবী হয়রত মুহাম্মদ- সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- প্রত্যেক মাসে তিন দিন করে রোজা রাখতেন। নবিজী সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম- মদিনায় হিজরতের পর আশুরার রোজা রাখেন।
পরবর্তীতে রমজানের রোজা ফরজ করা হয়।
২০২৩ সালের রমজান কত তারিখ
২৩ মার্চ বৃহস্পতিবার দিন অতিবাহিত হয়ে যে রাত আসবে,সেই রাতটা শাবানের ৩০ তারিখ হয়। যদি এ রাতে চাঁদ দেখা যায়,তো সেই রাত
রমজান শুরু হয়ে যাবে আর এ রাত থেকে ই প্রথম রমজানের গননা শুরু করে রাতে তারাবীহ আর দিনের বেলায় রোজা রাখতে হবে।
আর যদি চাঁদ দেখা না যায় , তো পরের দিন ২৪ মার্চ শুক্রবার দিবাগত রাতে তারাবীহ আর শনিবার রোজা মুখে থাকবে ইনশাআল্লাহ।
0 Comments