Ticker

6/recent/ticker-posts

রমজান মাসের পয়গাম, রমজান মোবারককে কিভাবে স্বাগত জানাবো

 রমজান মোবারককে কিভাবে স্বাগত জানাবো

✍ বর্তমান সমাজে বিভিন্ন দিবস, টুনামেন্ট, সামাজিক অনুষ্ঠান ইত্যাদি আসার পূর্বেই প্রস্তুতিমূলক অনেক কিছু করে থাকি আমরা,যাতে ঐসব অনুষ্ঠান পালনে সুবিধে হয়,যদিও এসবের অনেকগুলোর কোন ভিত্তি নেই। মুসলমান হিসেবে আমাদের ঈমানি দায়িত্ব এসব অহেতুক বিষয়ে সময় ব্যায় না করে ইবাদতের জন্য হরহামেশা প্রস্তুত থাকা। 💚💚

✅ কয়েকদিন পরই পবিত্র  মাহে রমজানের চাঁদ দেখা যাবে ইনশাল্লাহ।২০২৩ সালের রমজানের চাঁদের খবর পৌঁছে যাবে ঘরে ঘরে।জানা যাবে ২০২৩ সালের প্রথম রোজা কত তারিখে 

( Ramadan 2023  বা ২০২৩ সালের রমজান কত তারিখ জানতে এখানে ক্লিক করুন)


✋সামনে পবিত্র রমজান মাস।রমজান মাসকে আমলের মাধ্যমে কিভাবে স্বাগত জানাবো এবং রমজান মাসকে সামনে রেখে কি কি প্রস্ততি নিতে পারি এর কিঞ্চিৎ আলোচনা তুলে ধরছি।


রমজান মোবারককে কিভাবে স্বাগত জানাবো বর্তমান সমাজে বিভিন্ন দিবস, টুনামেন্ট, সামাজিক অনুষ্ঠান ইত্যাদি আসার পূর্বেই প্রস্তুতিমূলক অনেক কিছু করে থাকি আমরা,যাতে ঐসব অনুষ্ঠান পালনে সুবিধে হয়,যদিও এসবের অনেকগুরোর ভিত্তি নেই। মুসলমান হিসেবে আমাদের ঈমানি দায়িত্ব এ অহেতুক বিষয়ে সময় ব্যায় না করে ইবাদতের জন্য হরহামেশা প্রস্তুত খাকা। কয়েকদিন পরই পবিত্র  মাহে রমজানের চাঁদ দেখা যাবে ইনশাল্লাহ।২০২৩ সালের রমজানের চাঁদের খবর পৌঁছে যাবে ঘরে ঘরে।জানা যাবে ২০২৩ সালের প্রথম রোজা কত তারিখে  ( Ramadan 2023  বা ২০২৩ সালের রমজান কত তারিখ জানতে এখানে ক্লিক করুন)  সামনে পবিত্র রমজান মাস।রমজান মাসকে আমলের মাধ্যমে কিভাবে স্বাগত জানাবো এবং রমজান মাসকে সামনে রেখে কি কি প্রস্ততি নিতে পারি এর কিঞ্চিৎ আলোচনা তুলে ধরছি।

রমজানের প্রস্তুতি কি কি

রমজানের প্রস্তুতি: 

রমজানের প্রস্তুতি বলতে আমরা অনেকেই এটা বুঝি য়ে, রমজান মাস আসলে জিনিস পত্রের দাম চূড়ান্ত পর্যায়ে বেড়ে যায়; তাই রমজান মাস আসার আগেই রমজানের ইফতার,সাহরী ইত্যাদির উপকরণ পূরা রমজান মাসের জন্য খরিদ করে নেওয়াকে আমরা রমজান মাসের প্রস্তুতি মনে করে থাকি অতচ ইসলামের আলোকে এটা রমজানের মূল প্রস্তুতি নয়



রমজান মাসের প্রথম প্রস্ততি

রমজান মোবারক এর পূর্ববর্তী মাস শাবান মাস তথা বর্তমান মাসের হিসাব রাখা। শাবান মাসের আজ কত তারিখ চলছে,২০২৩ সালের রমজান মাস আসতে কত দিন বাকি ,Ramadan 2023 Bangladesh সহ ইত্যাদির হিসাব রাখাটা হচ্ছে রমজান মাসের প্রথম প্রস্তুতি। বিশ্বনবী হযরত মুহাম্মদ - সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম - বলেন, “তোমরা রামাজান মাসের জন্য শাবান মাসের চাঁদের হিসাব রাখো” সুতরাং আমাদের ঈমানী দায়িত্ব হলো শাবান মাসের হিসাব রাখা।


রমজান মাসের ২য় প্রস্তুতি


রমজান মাসের অন্যতম প্রস্তুতি হলো শাবান মাসে অধিকহারে নফল রোজা রাখা,যাতে রমজানের ফরজ রোজা রাখাটা সহজলভ্য হয়ে যায়।আর শাবান মাসে রোজা রাখাটা আমাদের পিয়ার নবীজির সুন্নাহ।


রমজানের ৩য় প্রস্তুতি 

আমাদের উচিৎ হলো রমজান মাস আসার আগে ই রমজানের ইবাদত সম্পর্কিত মাসায়েল বুঝে আয়ত্বে আনা

যেমন রোজার মাসায়েল- রোজা রেখে কোন কোন কাজ করা নিষেধ, কোন কাজ করলে রোজা নষ্ট হয়, কোন কাজে রোজা মাকরুহ হয় ইত্যাদি সহ জরুরী মাসায়েল জানা্ কেননা মাসায়েল না জানার কারণে আমাদের অনেক বিভিন্ন ঝামেলা পোহাতে হয়


রমজানের ৪র্থ প্রস্তুতি:

রমজান মাসে নিশ্চিন্তে আমল করার জন্য আমাদের উচিৎ, রমজান মাস আসার আগেই ঝামেলা মিঠিয়ে রমজান মাসের জন্য ইবাদতের সময় বের করা। রমজান মাসে কি পরিমাণ আমল করবো আগে ভাগেই ফিকির করে রাখা সহ আরো প্রস্তুতিমূলক আমল আছে।


এক কথায় রমজান মোবারক আসার পূর্বেই আমলের অভ্যাস গড়ে তোলে বদ অভ্যাস পরিত্যাগ করতে হবে।

👆উক্ত পোস্টেে ঐসব অনুসন্ধানকারীদের উত্তর রয়েছে,যারা নিচের লাইনগুলো দিয়ে সার্চ করে থাকেন।যেমন-

রমজানের প্রস্তুতি আল কাউসার

রমজানের প্রস্তুতি pdf

রমজান মাসে কি কি করা উচিত

রমজানের বরকত

পবিত্র রমজান

রমজানের আমল সমুহ

রমজানের প্রস্তুতি আল কাউসার

রমজানের প্রস্তুতি pdf

রমজান মাসে কি কি করা উচিত

রমজানের বরকত

পবিত্র রমজান

রমজানের আমল সমুহ

রমজানের আদব

রমজানের পরিকল্পনা


আরো পড়ুন...

মানুষের হায়াত সামান্য । সাধারণত মানুষ ৫০,৬০ বা ৭০ বছর হায়াত পেয়ে থাকে।আর জ্বিনের হায়াত হাজার হাজার বছর।ইবলিসের হায়াত কেয়ামত পর্যন্ত ....বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন


Post a Comment

0 Comments