Ticker

6/recent/ticker-posts

eid ul adha - কোরবানির ঈদ কত তারিখে ,কত টাকা থাকলে কুরবানী ওয়াজিব

কুরবানির ফজিলত,কোরবানির নিয়ম,কুরবানীর অংশীদার,কুরবানির ফজিলত,কুরবানী সম্পর্কে হাদিস,কোরবানির আয়াত ও হাদিস,কুরবানী করা কি ওয়াজিব,how many days left in eid ul adha 2023,what is eid al-adha,hajj eid 2023,eid al-adha 2024,eid ul fitr 2023,fiqh council of north america eid ul adha 2023,islamic calendar 2023,eid mubarak 2023

 

জিলহাজ্ব মাসের পয়গাম : ঈদুল আযহা ও কুরবানী সংক্রান্ত মাসায়েল

(পাঠ -২)

কোরবানির ঈদ কত তারিখ ও আরবি তারিখ হিসাব রাখার কৌশলঃ

  • প্রত্যেক বছর মুসলিম উম্মার জন্য দুটি   ঈদ আসে। ঈদ কবে, ঈদুল ফিতর কত তারিখে,ঈদুল আযহা কত তারিখে জানার জন্য মিস্টার google কে অনেক জ্বালিয়ে থাকি। যেমন আমরা সার্চ করে থাকি- how many days left in eid ul adha 2023,what is eid al-adha,hajj eid 2023,eid al-adha 2024,eid ul fitr 2023,fiqh council of north america eid ul adha 2023,islamic calendar 2023,eid mubarak 2023কোরবানির ঈদ কত তারিখে 2024,কোরবানির ঈদ কত তারিখে 2025,রোজার ঈদ কত তারিখে 2024,রোজার ঈদ কত তারিখে 2025


  • আমরা যদি আরবি মাসের চাঁদ মামার হিসাব রাখি, তাহলে আশা করি গুগল সার্চে তেমন একটা কষ্ট দেওয়ার প্রয়োজন হবে না  😍 😍

আরবি তারিখ হিসাব রাখার উপায়: সহজ উপায় হলো আরবি মাসের চাঁদের হিসাব রাখা,এতে ইসলামিক দিন গণনা করতে কষ্টকর হবে না ইনশাল্লাহ। জিলহাজ্ব মাসের ১০ তারিখ 


eid ul adha 2023  - কোরবানির ঈদ কত তারিখে 2023

আমাদের জানা আছে, প্রতি বছর ১০ জিলহাজ্ব ঈদুল আযহা বা কুরবানীর ঈদ হয়। সেই অনুযায়ী আগামী ২৯ জুন ২০২৩ ইং ,রোজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল আযহা - eid ul adha 2023

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           কুরবানী কার উপর ওয়াজিব

  • প্রত্যেক প্রাপ্ত বয়স্ক ও সুস্থ ব্যক্তি যদি ১০ ই জিলহজ ফজরের শুরু থেকে নিয়ে ১২ জিলহজ সূর্য ডুবার পূর্ব পর্যন্ত সাড়ে সাত বড়ি সোনা বা সাড়ে বায়ান্ন তোলা রুপা বা তার সমপরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তার উপর কুরবানী ওয়াজিব।

উপরোক্ত কুরবানীর পরিচয় বুঝে আসলে আমাদের কয়েকটি মাসায়েলে কুরবানি ও বুঝে আসবে।কেননা কুরবানীর এ সজ্ঞায় কুরবানী সহিহ হওয়ার শর্তাবলী সহ কুরবানীর মাসায়েল রয়েছে।

কুরবানীর  সজ্ঞায় বলা হয়েছে প্রাপ্ত বয়স্ক: সুতরাং নাবালেগের উপর কোরবানী ওয়াজিব নয়,যদিও সে নেসাব পরিমাণ মালের মালিক হয়। 

অনেকে প্রশ্ন করে থাকেন- 

  • নাবালেগ সন্তানের পক্ষ থেকে কুরবানী দেওয়া যাবে কি ?

  • তাদের প্রশ্নের জবাব এটাই থাকবে। তবে হ্যাঁ কেউ যদি নাবালেগের সন্তান নামে এক অংশ দেয়,তবে সেটা নফল হবে।


  • কুরবানী কখন ওয়াজিব

  • কুরবানীর নিসাব বা কত টাকা থাকলে কুরবানী ওয়াজিব: 

  • কারো কাছে যদি ১০ জিলহাজ্ব ফজর থেকে নিয়ে ১২ জিলহাজ সূর্য ডুবার পূর্ব পর্যন্ত সাড়ে সাত বড়ি সোনা বা সাড়ে বাহান্ন তোল রূপা বা তার সমপরিমাণ থাকে,তাহলে তার উপর কুরবানী ওয়াজিব

  • জ্ঞাতব্য বিষয় এই যে, কুরবানীর নেসাবের জন্য এক বছর অতিবাহিত হওয়া আবশ্যক নয়,যা যাকাতের নেসাব এর ক্ষেত্রে হয়।


আরো পড়ুন...


  • মৃত ব্যাক্তির নামে কুরবানি দেওয়া যাবে কি?

  • মৃত মা বাবার নামে কুরবানী দেওয়া কি জায়েজ?

  • জ্বী, মৃত বাবার নামে,ইসালে সাওয়াবের জন্য কুরবানী দেওয়া যাবে,তবে মা বাবা বা অন্য কোন মৃত ব্যাক্তির নামে কুরবানীটা নফল হবে।কেননা মানুষ মরে যাওয়ার পর,তার উপর ফরজ ওয়াজিব থাকেনা।আর মৃত ব্যাক্তির নামে দেওয়া কুরবানীর গোশত নিজে খেতে পারবে এবং অন্যদের মাঝে বন্টণও করে দিতে পারবে।

  • এখন যদি মৃত ব্যাক্তি ওসিয়ত করে যায়,তাহলে কুরবানীর গোশত সম্পর্ণটা গরিবদের মাঝে বন্টন করে দিতে হবে;নিজের জন্য রাখা যাবে না।

Post a Comment

0 Comments