সামনে আসছে কুরবানীর ঈদ বা ঈদুল আযহা । ঈদকে সামনে রেখে আমরা কোরবানীর পশু খরিদ করতে গুরু বাজারে গিয়ে থাকি।কোরবানির পশু নির্বাচন নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন ওঠে।
প্রশ্নঃ কোরবানির পশু কি কি ?
উত্তরঃ
(১) গরু।চাই তা গাভী হোক বা ষাড়
(২) মহিষ,যাকে আমরা “বইস” বলে ডেকে থাকি।
এ ধরনের প্রাণী কুরবানীর উপযুক্ত হওয়ার জন্য সর্বনিম্ন দুই বছর হওয়া আবশ্যক।
(৩) যে কোন প্রকারের ছাগল,যদিও পাঠা হয়।
অনেকের মনে প্রশ্ন জাগতে পারে- পাঠাকে হিন্দু সম্প্রদায় বলি দেয়,সুতরাং পাঠা দিয়ে কুরবানী হবে কি?
এর উত্তরে বলবো অবশ্যই হবে,কেননা তাও ছাগলের অন্তরভূক্ত।
(৪) উট
কুরবানীর পশুর বয়স:
কোরবানির গরুর ও মহিষের বয়স সর্বনিম্ন দুই বছর হওয়া আবশ্যক।আর বয়স জানা যায়- কুরবানীর পশুর দাঁত দেখে।গরুর দাঁত কয়টি, ছাগলের দাঁত কয়টি; এ সব বিষয় জানতে বলছিনা, কোরবানির গরুর বয়স বিশেষ দুটি দেখে বুঝা যায় সে কথাই বলছি।
যদি গরু বা মহিসের বয়স দুই বছর হওয়া সত্ত্বে দাত না গজায়,তারপরও কুরবানী সহিহ হবে।
আমাদের সমাজে অনেকে মনে করেন,দাত না গজালে কুরবানী হবেনা। এটা একটি ভূল ধারণা;কেননা দাত দেখা বয়স জানার জন্য।কিন্ত মনে রাখতে হবে- গরুর দাঁত দেখে বয়স জানার উপায় মাত্র।
কুরবানীর পশু বকরী,মেড়া ইত্যাদির বয়স: এসব প্রাণী দিয়ে কুরবানী সহিহ হওয়ার জন্য এক বছর বয়সী হওয়া শর্ত। তবে ভেড়া-ভেড়ী ও দুম্বার বয়স ছয় মাস হওয়ার পর এত মোটাতাজা হয়েছে যে,কেউ দেখলে মনে করবে এক বছর হয়েছে,তাহলে এরুপ ভেরা-ভেরী দিয়ে কুরবানী সহিহ হবে।
কোরবানির পশু কেমন হতে হবে ?
কুরবানীর পশু ভালো ও মোটাতাজা হওয়া উত্তম।তবে ইংজেকসন দিয়ে রাতারাতি মোটা-তাজা করা প্রাণী দিয়ে কুরবানী করা উত্তম মনে করিনা।
যে সব প্রাণী দিয়ে কুরবানী জায়েজ নয়:
নির্দিষ্ট বয়সে পৌছার আগে কুরবানী দেওয়া জাযেজ নয়।হ্যা,শুধুমাত্র খাওয়ার জন্য জবেহ করা যেতে পারে।
লেংড়া প্রাণী দিয়ে কুরবানী সহিহ নয়
যে পশুর একটি দাঁতও নেই,তবে দাঁত নাই তো কি হয়েছে, ঘাস খেতে পারে,তাহলে এসব প্রাণী দিয়ে কুরবানী সহিহ।
যে পশুর উভয় চোখ অন্ধ বা একটি চোখ অন্ধ অথবা এক চোখের দৃষ্টিশুক্তি এক তৃতীয়াংশেরও বেশি দৃষ্টিশক্তি চলে গিয়েছে,এসব প্রাণী দিয়ে কুরবানী সহিহ নয়।
তাছাড়া, শিং ভাঙ্গা সহ আরো বিভিন্ন ত্রুটিযুক্ত প্রাণী দিয়ে কুরবানী সহিহ নয়।
Kurbanir masala বা কুরবানীর মাসায়েল জানতে ভিডওতে ক্লিক করুন।
0 Comments