সদ্য প্রয়াত মুফতিয়ে আযম, মুফতি আব্দুস সালাম চাটগামী, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. প্রমুখ বুযর্গদের স্মরণে আজ বেলা ২টা থেকে সন্ধা পর্যন্তা কাঞ্চনপুর দারুল উলূম কওমি মাদ্রাসা এর ব্যবস্থাপনায় কাঞ্চনপুর কেন্দ্রীয় জামে মসজিদে জীবন শীর্ষক আলোচনা ও দো’য়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া মাহফিলে আজিমগনজ মাদ্রাসা শায়খুল হাদিস সহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম উপস্থিত থাকেবেন।
0 Comments