Ticker

6/recent/ticker-posts

বিশ্ব ইজতেমায় কেন যাবেন , ইজতেমায় গিয়ে শপিং করা যাবে কি । Bishwa Istema Marketing

বিশ্ব ইজতেমায় কেন যাবো ?
ইজতেমায় গিয়ে শপিং করা যাবে কি ?

estima date 2023, bisso estima 2023, Bishwa Istema, Bishwa Istema 2023,বিশ্ব ইজতেমায় কেন যাবো, ইজতেমায় গিয়ে শপিং করা যাবে কি
সামনে বিশ্ব ইজতেমা বা ইজতিমা।ইজতেমা মানে একত্রিত হওয়া।সারা বিশ্ব থেকে সমবেত হবে তৌহিদী জনতা।ইজতেমায় বিভিন্ন কারণে গিয়ে থাকেন; কেউ ব্যবসার জন্য ইজতেমায় যান,ফলে ব্যবসায় লাভবান হন তারা।কেউ যায় কেনা-কাটা করার জন্য,কেননা বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে তুরাগের আশে পাশে অনেক কিছু পাওয়া যায়,দেশ-বিদেশ থেকে বিভিন্ন ধরণের পন্য নিয়ে ব্যবসায়ীরা এসে থাকেন।

তবে আল্লাহভীরুরা বিশ্ব ইজতেমায় আসেন আল্লাহ তা’য়ালাকে পাওয়ার জন্য। বিশ্বে বিভিন্ন প্রান্ত থেকে আসা বুযুর্গ ও উলামা হযরতদের সোহবত পাওয়ার জন্য।শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণ তথা দাওয়াত ও তাবলিগ বুঝার জন্য।

আর তারাই প্রকৃত মূমিন যাদের নিয়্যাত সর্বদা হয় নেক।আর তারা এ নেক নিয়্যাত রাখার কারণে দুনিয়া ও আখেরাত উভয়টি পেয়ে থাকেন।

হাদীসে আছে, “আমল সম্পর্কিত হলো নিয়াতের সাথে” আমার নিয়্যাত যদি হয় শুধু বাজার হাট করা, তো বাজার করাই হবে।(আল-হাদীস)

আর যদি মাকসাদ হয় আল্লাহকে পাওয়া,তাহলে আল্লাহ তায়ার আমার প্রতি রহমতের নজর দিবেন। কেননা “আল্লাহ তায়ালা বান্দার ধারণা অনুসারে আচরণ করেন।” (আল-হাদীস)

তবে হ্যাঁ, আমার নিয়্যাত ছিলো ইজতিমায় গিয়ে আল্লাহকে পাওয়া আর প্রয়োজন অনুসারে কিছু কেনা-কাটা করলাম,যা আমার ইজতেমায় আসার কারণ ছিলোনা;তাহলে এতে কোন সমস্য নেই।

বিষয়টি এমন হয়ে গেলো যে,আল্লাহ তায়ালা কালামে আছে “ আমি মানবজাতিকে সৃষ্টি করেছি আমারই ইবাদতের জন্য” অন্য কিছুর জন্য নয়।কিন্ত আমরা ইবাদত ছাড়া অনেক কিছু করি যেমন খাওয়া-দাওয়া,ঘুমানো সহ অনেক কিছু যা দুনিয়া আসার মূল টার্গেট নয়,কিন্তু বৈধ।তদ্রুপ ইজতেমার বিষয়টি।

এক কথায়, মানবজাতির দুনিয়ায় আসার মূল লক্ষ হলো আল্লাহর গোলামী করে তাকে খুশি করা।

বিশ্ব ইজতেমা ২০২৩ কবে, কোথায়, কত তারিখ কবে । বিশ্ব ইজতেমার তারিখ । Bishwa Ijtema 2023

বিভিন্ন তথ্য জানতে ক্লিক করুন।

              

যাইহোক,বিশ্ব ইজতিমায়া যাবো কিনা, দ্বিধায় ছিলাম কদিন। অবশেষে সিদ্ধান্ত নিলাম এ বছর আর যাচ্ছিনা। কিন্তু আল্লাহ তায়ালার হুকুম ছাড়া গাছের পাতাও নড়েনা।আজ যোহরের সময় তাবলীগের পুরনো সাথী হাজী সোয়া মিয়া সাহেব মসজিদের উঠোনে চেয়ারে বসে রোদ খাচ্ছেন।এই শীতে আমিও একটুখানি খোদার দেওয়া এ নেয়ামত উপভোগ করতে উনার পাশে গিয়ে দাড়ালাম। উনার সাথে কথা প্রসঙ্গে ইজতেমার কথা চলে এলো, উনি বললেন- “দেখো, আমার কোন বছরই ইজতেমা মিস হয়না;কিন্তু আমার পা নিয়ে চলাফেরা করতে সমস্যা।ধন-ধৌলত এসব কিছু আমার কবরে যাবেনা”

এভাবে তিনি আমাকে বুঝালেন। আল্লাহর তায়ালার রহমতে এ অধমের পাষাণ হ্নদয় বিগলিত হয়ে সিদ্ধান্ত পরিবর্তন করি। আল্লাহামদুলিল্লাহ, কামরুল ভাই ও জামাল চাচা সহ ইজতেমায় যাওয়ার জন্য কয়েকজন সাথীও তৈরী করি।

চলবে.......

রোজনামচার পাতা-১ 09/01/023

x

Post a Comment

3 Comments

Nabeel said…
Hi.

I am an admin/developer at toolcanyon.com. a website that provides custom and free hosted online tool scripts for bloggers.

I can build tools related to your blog, which are useful for your site visitors.
Nabeel said…
Hi.

I am an admin/developer at toolcanyon.com. a website that provides custom and free hosted online tool scripts for bloggers.

I can build tools related to your blog, which are useful for your site visitors.