Ticker

6/recent/ticker-posts

তারাবির নামাজের নিয়ম। What is Taraweeh Namaz

তারবিহ নামাজের কিছু মাসায়েল

  •  তারাবীহ নামায বলতে কি বুঝায়
  • তারাবির নামাজ কি
  • What is Taraweeh namaz?
রমজানে বিশেষ আমল হলো তারাবীহ নামায, যা রমজান মাসের শেয়ার বা প্রতিক। তারাবীহ শব্দটি আরবী।এ শব্দটি ترويح থেকে এসেছে,যার অর্থ আরাম, শান্তি।

প্রতিবছর রমজান মাসে এশার নামাজের ফরজ ও দুই রাকাত পরে বিতর নামাজের আগে দুই রাকাত করে যে বিশ রাকাত নামাজ আদায় করা হয়, তার নামই তারাবীহ

tarabi namaz,tarabi namaz koto rakat,tahajjud namaz porar niom,Tarabi,Namaz Dua,Image of Tarabi namaz munajat,Tarabi namaz munajat,তারাবির নামাজ কি সুন্নত না নফল,তারাবির নামাজের ইতিহাস,তারাবির নামাজ পড়া কি,তারাবির নামাজের নিয়ম


  • তারাবির নামাজের ইতিহাস
  • তারাবিহ নামাজ সবার আগে নবিজি পড়ে ছিলেন। খলিফ ওমর রা. এর যামানায় জামাতে পড়া স্বীকৃতি লাভ হয়।
  • নামায কত রাকাত
  • How many Rakats are there in Taraweeh?

✍️ ইমাম আবু হানিফা,ইমাম শাফেয়ি, ইমাম মালেক, ইমাম আহমদ - রাহিমাহুমুল্লাহ - এই চারজন ইমামের মতে তারাবীহ নামায বিশ রাকাত

ইমাম মালেক রহঃ আরেক মতানুসারে তারাবীহ নামায ছত্রিশ রাকাত।
ইমামগনের দলিল:
ইমাম বায়হাকি রহ. ও অন্যান্য মুহাদ্দিসগনের সহিহ বর্ণনা,  সাইব ইবনে ইয়াযীদ বলেন -
كَانُوا يَقُومُونَ عَلَى عَهْدِ عُمَرَ بْنِ الْخَطّابِ رَضِيَ اللهُ عَنْهُ فِي شَهْرِ رَمَضَانَ بِعِشْرِينَ رَكْعَةً
অর্থাৎ ওমর ইবনে খাত্তাব এর যামানায়  রমজান মাসে সাহাবায়ে কেরাম বিশ রাকাত তারাবীহ নামায আদায় করতেন। (সুনানে কুবরা, বায়হাকি ২/৪১৬ )

  • তারাবীহ নামায সুন্নাত নাকি নফল
  • তারাবির নামাজ পড়া কি

✍️ তারাবীহ নামায নারী পুরুষ উভয়ের জন্যই সুন্নাত মুয়াক্কাদাহ ।

  •  তারাবীহ নামায জামাতে পড়া
  • মহিলাদের তারাবীহ নামায জামাতে পড়ার হুকুম।

✍️ তারাবীহ নামাজ পুরুষের জামাতের সাথে পড়া সুন্নাতে মুয়াক্কাদায়ে কিফায়া।আর মহিলাদের তারাবীহ'র নামায জামাতের সাথে পড়া মাকরুহে তাহরীমী (الدر المختار)

  •  সূরা তারাবীহ ও খতমে তারাবীহ
✍️ রমজান মাসে তারাবীহ নামায কুরআনের খতম করা সুন্নাত মুয়াক্কাদাহ। যাকে আমরা খতমে তারাবীহ বলে চিনি। আর সূরা তারাবীহ পড়লে নামায হয়ে যাবে তবে সুন্নাত ছাড়ার কারণে অপরাধে শাস্তিযোগ্য হবে।

🔥তারাবীহ নামাযের নিয়ত
✓ তারাবীহ নামাযের বাংলা নিয়ত:

নিয়ত হলো মনের সংকল্পের নাম। সুতরাং কেউ যদি মনে মনে তারাবীহ নামায এর বাংলা নিয়ত এইভাবে করে যে এই ইমামের পিছনে দুই রাকাত নামাজ পড়ছি, তাহলে তাঁর নিয়ত হয়ে যাবে; তবে উত্তম হলো মুখে উচ্চারণ করা।


✓ তারাবীহ নামাযের আরবি নিয়ত:
نويت ان اصلى لله تعالى ركعتى صلوة التراويح سنة رسول الله تعالى اقديت بهذا الأمام متوجها الى جهة الكعبة الشريفة الله اكبر

🔥 তারাবির নামাজের দোয়া | tarabi namaz dua :
سبحان ذي الملك والملكوت.
سبحان ذي العزة و العظمة و الهيبة و القدرة و الكبرياء و الجبروت
سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدأ ابدا
سبوح قدوس ربنا و رب الملائكة والروح
اللهم اجرنا من النار يا مجير يا مجير  يا مجير 


রমজানের রোজার নিয়ত কিভাবে ও কখন কররো

রোজার নিয়ত রোজা রাখার জন্য শর্ত। কেউ ফজর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কিছুই খাযনি আর রোজার নিয়তও  করেনি,তাহলে রোজ হবে না।রোজার নিয়ত রাতেই করতে হয়। সাহরি খাওয়ার জন্য শেষ রাতে উঠাও রোজার নিয়ত এর অন্তর্ভূক্ত।
কেউ নিয়ত করতে যদি ভূলে যায় অর্থাৎ সাহরি খায়নি আর রাতে রোজার নিয়তও করেন, তাহলে সে যদিু সূর্য ডলার িএকদেড় ঘন্টা পূর্বে রোজার নিয়ত করে নেয়,তাহলে তার রোজা হয়ে যাবে।

rojar niyot 
রোজার বাংলা নিয়ত: আমি আজকে রোজা রাখবো

রোজার আরবি নিয়ত:
نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
রোজার নিয়তের বাংলা উচ্চারণ : নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম


আরো জানুন...


পোস্ট ট্যাগ:

  • tarabi namaz
  • tarabi namaz koto rakat
  • tahajjud namaz porar nio
  • Image of Tarabi namaz munajat
  • Tarabi namaz munajat
  • তারাবির নামাজ কি সুন্নত না নফল
  • তারাবির নামাজের ইতিহাস
  • তারাবির নামাজ পড়া কি
  • তারাবির নামাজের নিয়ম
  • তারাবির নামাজ কবিতা
  • তারাবির নামাজের নিয়ম কানুন মহিলাদের
  • তারাবির নামাজ কত রাকাত
  • তারাবির নামাজের মোনাজাত


Post a Comment

0 Comments